খুঁজবে আমায় খুঁজবে
- ফয়েজ উল্লাহ রবি

থাকবো না আর যে দিন আমি খুঁজবে আমায় খুঁজবে
চাঁদ-তারা আর রাতের আকাশ বুঝবে তখন বুঝবে।
কেমন ছিলাম কতো আপন দেখবে তুমি দেখবে,
স্মৃতিগুলো মনের কোণে জমা করে রাখবে।
দুঃখ তোমার দূর হবে যব, দু’চোখে সুখ দেখবে,
হাজার মানুষ পেতে কাছে ডাকবে তোমায় ডাকবে।
কতো জনে দেবে জবান সুখে তোমায় রাখবে,
দুঃখের সময় একাই তুমি কেউ না পাশে থাকবে।
কাঁদবে গোপন চোখেরই জল আড়ালে তা মুছবে,
ভালোবাসার আকুলতায় খুঁজবে আবার খুঁজবে।
থাকবো না আর যখন আমি হাতটি কার এই ধরবে?
বারে-বারে আমারই প্রেম; আবার প্রেমে পড়বে।।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
০৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪


১৯-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।