সুখের পালক
- ফয়েজ উল্লাহ রবি
দুঃখগুলো আমারই থাক সুখে থাকো তুমি,
কান্নাগুলো আমিই না হয়; আমার কাছেই দামী।
সুখের পালক তোমার পলক জাগুক সারা শহর,
হাসির মাঝেই বাঁশি বাজুক লাগুক খুশির নহর।
ব্যথায় কাতর হউক না পাথর পুষ্প ফুটুক গ্রামে,
অশ্রু বানে ভাঙ্গুক ধ্যানে সুর উঠক এই প্রাণে।
শোকের মিছিল পথটি পিছিল শুভ বুদ্ধির উদয়,
পাপ আর পুণ্যের ব্যবধানে মনটা হউক না সদয়।
সাদা-কালো বুঝতে হলে আলো-আঁধার দেখো,
মন্দগুলো ভুলে গিয়ে ভালোই মনে রেখো।
শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
০৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪
২০-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।