রবি
- মাহাবুব আলম

# নাহি জ্বালি মোর দ্বীপখানি আজও
নাহি আলো আখিপাতে,
নরক বিভেষীকা শত-সহস্র
লভিয়াছে এই রাতে ।
#গগন পাথারে পাশ কাটিয়ে
যায় চলি মোর সবি,
আসিবার বাণী শুনি শুনি আজও
আসিলোনা মোর রবি ।
#রুদ্ধ রঙ্গ তমশা বিহঙ্গ
দলে দলে উড়ে সবি,
এইতো আসিবো বলি বলি তবু
না আসিলো মোর রবি ।
#কতকাল কত মহাকাল গেল
আশার মেঘেতে ছেয়ে,
রবি,রবি মন-হিয়া পিন্জরে
কেটেছে ভৈরো লয়ে ।
#আর কোনো পথ,হেঁরি মহারথ
কাটাওনা একা মোরে,
একবার রবি আসিও ফিরিয়া
আমার প্রাণের তরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।