জ্ঞান প্রদীপের উৎস
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জ্ঞান প্রদীপের উৎস
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
একাত্তরে আলোক বর্তিকা নিয়ে তুমি জন্মেছিলে এই গ্রামে,
হয়েছিলে রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতন- ধরাধামে।
সেই হতে আজোবদি সভ্যতা চাষাবাদে চির জাগ্রত,
তুমি জুঁই চ্যামিলী শিমুল পলাশে ফুটেছিলে অবিরত।!
যখন বারে বারে নিভে গিয়েছিল মানব সভ্যতার বাতি,
তুমি এসেছিলে, তুমি এসেছিলে জ্ঞানের প্রদীপ হয়ে আঁধার রাতি।
তুমি বলেছিলে,ওরে মানব- ফিরে এসো, ফিরো এসো
এই বিদ্যালয়ে সভ্যতার ফুল ফোটানো হয়, ফিরে এসো!
এখানে কত যে বিপুল জ্ঞানের সমারোহে সঞ্চারিত প্রাণ,
মানব সভ্যতার গান গেয়ে যায় মৃত্যুঞ্জয়ী শিক্ষাগুরুজন।
তাদেরই ছায়া তলে আজো রচে যায় নব নব দীপ মালা,
এখনো জাগ্রত, এখনো সভ্যতার ফুল ফোটে উজালা।
তোমারই ফুলে আমি সজ্জিত! আমি পড়েছিলে মালাখানি,
তুমি জ্ঞান প্রদীপের উৎস! তুমি সভ্যতার ফুল-আমি জানি।
---------------------------------------------------------
২১-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।