পালিয়ে যাবে না
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পালিয়ে যাবে না
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
উত্তাল চিরচেনা সবুজ প্রান্তর!মন মন্দিরে অযূত স্মৃতি,
মহামিলনের আয়োজনে আবার ফিরে আসিল গতি!

এ যেন এক নব যৌবনে সাঙ্গ হলো ঝড়বাদলের জলে
তরঙ্গ উঠিল প্রাণে প্রাণে হিমালয়ের হিমে দলে দলে।
যে প্রাণ ছায়ার মতো মিশেছিল গুরু ছাত্রের অমৃত বন্ধনে
আবার যেন ফিরে আসিল ২০২৫ ইং এর মহা মিলনে।

আজ কত স্মৃতি উঁকি মারে! বন্ধি স্মৃতিগুলো যেন মুক্তি!
বদ্ধ জানালা যেন খুলেগেছে শত হৃদয়ের অনুপম চুক্তি।
ভালবাসার অনুভূতিরা জাগিছে নব পল্লবে নব বসন্তে
সঞ্চিত বিরহ আজকে মুক্তি দিলাম তোমায় সানন্দে।

তুমি নবীণ উষায়- নবালোকে উল্লাসেতে দুলে দুলে,
এই স্মৃতি পালিয়ে যাবে না কভূ বুকের কপাটু খুলে।
---------------------------------------------


২৩-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৪-১২-২০২৪ ০৮:০২ মিঃ

চমৎকার অনুভূতির নান্দনিক প্রকাশ।