হে স্মৃতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হে স্মৃতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৪-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
হে স্মৃতি, আজো তুমি হৃদয়ের পৃথিবীতে আছ,
দূর দূরান্তে বসে এখনো ডাকো এখনো কবিতা রচ!
এখনো তুমি সুহাসিনী এক তরুণীর মত জাগ,
কাজলা চোখ মেলে অপলক দেখ রাগ-অনুরাগ!
কখনো মুচসি হেসে বলে যাও অব্যক্ত কত কথা,
এঁকে যাও প্রেমের আলপনা পুলক শিরহণ গাঁথা।
শুধু হয় না বলা সেই কথা নিয়মের রূঢ় আয়োজন,
তবু তুমি ফেলিন শব্দে দিয়ে যাও তিলোত্তমা গর্জন!
ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো তবু তুমি,
চির নবীন হয়ে ফিরে আস জল শুন্য মরুভূমি।
কখনো সমুদ্রের নীল, কখনো ঝিনুক মুক্তার আলপনায়,
হে স্মৃতি! তুমি বড় রোমাঞ্চকর, তুমি বড় নিষ্ঠুর ব্যদনায়।
তবু তোমার কাছেই ফিরে যাই উথরোল সাগরের মত,
হে বিদ্যা জননী, তোমার এই আলোক স্মৃতি চির সতত।
----------------------------------------------
২৪-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।