প্রাশান্ত মনে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রাশান্ত মনে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৪-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
স্মৃতির পটে আলোক পথের পথিকেরা আজ প্রাশান্ত মনে,
উথরোল ঢেউ তুলেছে রাওনাট আদর্শ্ উচ্চবিদ্যা নিকেতনে।
কি এক মহা মিলনের আয়োজনে ফিরে দেখা স্মৃতিকে,
ষষ্ঠ হতে দশম শ্রেনীর সেইসব দুরন্তপনা দিনগুলিকে।
ওগো, চেয়ে দেখ আজ আমাদের এক অনুপম বিন্যাস!
কে গোলাপ ,জুঁই, চ্যামিলী নাই ভেদ আজিকার উল্লাস।
এখনো নীল আকাশের বুকে গুরুজনের সূর্যটা দেখি উজ্জ্বল,
এখনো দৃঢ় বন্ধনের পুস্প ফুটেছে বিরহ ব্যাদনার ঘোমট নিখিল।
তবু কিছু শুন্যতা ঘিরে আছে রাত্রির নক্ষত্রের তরে-
তবু দূরে, অনেক দূরে পূর্ণিমার শুভ্রতা প্রেমের নশ্বরে।
আবার এসেছি ফিরে তোমাদেরই মাঝে প্রশান্ত মনে,
শুন্য বুকে ফুল ফুটাবো বলে তোমারেই খুঁজেছি কাননে।
স্বাগতম! সু-স্বাগতম! এই মহামিলন মেলার কলরবে,
হৃদয় রেখেছে তোমারে শত জনমের সৌরভে-গৌরবে।
-------------------------------------------------
২৪-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।