হৃদয় হতে হৃদয়ে লিখিতাম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হৃদয় হতে হৃদয়ে লিখিতাম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৪-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
আজ সহপাঠী ছোট বড় ভাই বোন বন্ধুদের পড়িছে মনে,
সেইসব শিক্ষাগুরুজনের দীপ আলোর উজ্জ্বল শিহরণে।
এখনো হৃদয়ে তরঙ্গ উঠে কলকল প্রেমের কূলে কূলে,
এ প্রাঙ্গণেই তোমাকে দেখেছিলাম রজনীগন্ধার ফুলে।
যদিও তুমি সুবাস দিয়েগেছো দূর হতে দূর সমীরণে,
তবু ছুঁতে চেয়েছি তবু ভালবেসেছি হৃদয়ের আলাপনে।
সেই চিঠিটা বহুদিন ধরে ইনভেলাপে পড়ে আছে একা,
ওগো,জানি না কোন অনুভূতির পরশে আঁখি জলে লেখা!
শুধু এতটুকু জেনেছি!শত ফুলের ভীড়ে তুমি ছিলে গোলাপ,
বহু প্রহর পেরিয়ে গেছে!তবু তুমি প্রেমময় জীবন্ত সংলাপ।
আজো সেইসব স্মৃতির ডালে বসিয়া একাকী প্রহর গুনি,
যদি শেষ না হয়ে শুরু হতো তোমার ফিরে আসা এখনি।
এ পৃথিবীকে বলিতাম, ভালবাসি-অনেক ভালবাসি!
হৃদয় হতে হৃদয়ে লিখিতাম- তুমি আমার জীবন শশী।
------------------------------------------------
২৪-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।