এখানে এসেছি বলেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এখানে এসেছি বলেই
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৫-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
এক স্বপ্নের সীমান্তে চঞ্চলিয়া উঠেছিলাম এ মাঠে,
আজো স্মৃতিরপটে সেইদিনগুলো উদ্ভাসিয়া উঠে,

হে জননী তোমার বুকে এ মুখ রেখেছিলাম মম
আলোক তলে প্রিয় সম্বোধনে হয়েছিলাম প্রিয়তম।
কঠিন পথ চলার সাধনে তুমি এসেছিলে পাশে,
কত বন্ধু, কত সহপাঠী কত ছোট বড় মুখ ভাসে।

ওগো কি এক বিঁনিসূতার মালায় ঈষৎ হাসিয়া
উজ্জ্বল রক্তিম বর্ণে সুধাপূর্ণ সুখে মশাল জ্বালিয়া
দিয়েছো শিক্ষার আলো দিবা নিশি জাগিয়া জাগিয়া
সেই আলোয় এখনো পথ চলেছি হাসিয়া হাসিয়া।

এখানে এসেছি বলেই পৃথিবীকে জেনেছি স্তরে স্তরে
সরস সুন্দর; নব পূর্ণিসম জেগেছি রাত্রির আঁধারে।
ওগো, তুমি মৃত্যুঞ্জয়ী বিদ্যা জননী-চির অনুপম!
আমার প্রিয় বিদ্যালয়-তার তুল্য নাহি কেহ নাহি সম।
---------------------------------------------------


২৫-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।