এই নাও সেই প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এই নাও সেই প্রেম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
আবার ফিরে এসেছি সেই প্রেমের কুঞ্জবীথিকায়,
যে প্রেম তোমাকে দিয়েছিলাম হৃদয়ের অভিপ্রায়।

চঞ্চলা দেহ মন কেবলই শিউরে উঠে নব আলাপনে,
তবু রক্তবরন হৃদয় ব্যাথার মতো তোমারই সন্ধানে।
যদিও ক্ষণে ক্ষণে ব্যাকুল হয়ে উঠে প্রেমের উদ্যান,
অগ্নি হাওয়ায় পুড়ে হই ছাঁই তবু তুমি চির মহিয়ান।

সেই কৈশোরের উম্মাদনা এখনো দিয়ে যায় দোল,
অসীম শুন্য আকাশ! তবু যেন কেবল মর্মর কল্লোল।
তুমি কি তার কিছু শুনতে পাও হৃদয়ের স্পন্দনে-গুঞ্জনে?
জানি তুমি শুনবে না, তুমি অন্ধ-বধির হৃদয়হীনা অঙ্গনে।

তুমি ছিলে বলেই কাননে কাননে ফুটেছিল প্রেমের ফুল,
পৃথিবীও ছুটেছিল তোমার পিছু কূল হতে কূল-ব্যাকুল!!
তবু আবার এসেছি ফিরে প্রেমের কুঞ্জবীথিকায় আজ,
এই নাও সেই প্রেম! যে প্রেমেকে বলেছি অমর তাজ!!
----------------------------------------------


২৬-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।