মনে পড়ে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মনে পড়ে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
মনে পড়ে, শৈশবের দুরন্তপনায় মায়ের আঁচল ছাড়ি,
বই কলম খাতা হাতে ছুটে এসেছিলাম কিশোর- কিশোরী।
এই মাঠ, এই বিদ্যালয় ঠিক যেন উর্বশী, সুন্দরী,
দিকে দিকে সবুজ শ্যামল তরুলতায় স্বর্গের অপ্সরী।
সারা বিশ্বের জ্যোতি, রাজ্যের রানী তারে শুধু জানি
জ্ঞানের মাশাল, বিদ্যার লক্ষী –ভালবাসি- হে কল্যাণী।
আঁধারে নিদ্রাহীন ডাকো তুমি সভ্যতার গানে গানে,
দুরার খুলে থাকো তুমি পুষ্পিত গোলাপে ঘ্রাণে ঘ্রাণে।
স্নিগ্ধ বাসনায় অশ্রু শিশির-স্নানে তুমি ফিরে এসো হায়,
হেমন্তের হেমকান্ত সফল মুক্তির পূর্ণতায় –
চঞ্চলা লাবণ্যের স্মিতহাস্যসুধায়-এ বসূধায়
আমার মন মন্দিরে—তুমি আছো প্রেমের প্রদীপ জ্বালায়।
মনে পড়ে,সেইসব শিক্ষক সহপাঠীদের ক্ষণে ক্ষণে,
ছোট বড় ভাই বন্ধুদের আজিকার এই স্মৃতির মন্হনে।
-----------------------------------------------
২৬-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।