আমি বন্ধী হয়ে আছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি বন্ধী হয়ে আছি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৬-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
আমি বন্ধী হয়ে আছি শ্রদ্ধেয় গুরুজনের স্নেহে,
নিয়ত ছুটে আসি দিকপালের কাছে বিপুল আগ্রহে।
এই আলোক গৃহ দিয়েছে আমারে সুন্দর বন্ধন।
আমি বন্ধী হয়ে আছি সুমধুর প্রেমে এই প্রাঙ্গন।
আজ আলোক কণিকা জ্বলিতেছে জ্ঞানের তপনে,
তুমি ছিলে বলেই শুভ্র চিহ্ন নয়ননন্দন- কাননে।
আমি বন্ধী হয়ে আছি স্পন্দন হতে স্পন্দনে নিশিদিন,
এখানেই শিখেছি আমি সভ্যতার কবিতা মুক্ত স্বাধীন।
এখানেই পেয়েছি তোমারে সুরুভী সুবাসে পুস্পিত,
এখানেই বুঝেছি বহ্নিবাণ বজ্রসম জীবনটা চমকিত!!
ওগো ,ঐতিহ্যবাহী রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতন,
আমি যে বন্ধী হয়ে আছি আলোর তরঙ্গে কিণাঙ্ক-কঠিন।
--------------------------------------------------------------
২৬-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।