ঝড়
- মাহাবুব আলম
ঝরঝর থরথর কালীনি এ বৈশাখ
গগনের পাড় বেয়ে চলে যায়
বাতায়ন খুলি যেন
আঁখি দুটি তুলি তুলি মোর পানে চেয়ে যায় ।
যায় বহে দুর বাটে
সমীরণ বাজ পায়_
বাতায়ন খুলি যেন মোর পানে চেয়ে যায় ।
ঝরাপাতা ঝরঝর মরমর সরব
মেঘমল্লারে শুনি ঐ কার বাঁশি নীরব,
আলো আলো আলতাতে সাঁজায়ে সে ফিরে যায়_
বাতায়ন খুলি যেন মোর পানে চেয়ে যায় ।
বিজলীতে রাঙ্গায়ে গগনের দরিয়ায়,
রসতরী কালপরী তালহীন নেচে যায় ।
রবি যেন লুকায়িছে কালপুরী গগনে,
কুল বুঝি হারায়েছে সে কালীনির দ্রবণে_
ভাবি আমি বারে বারে ঝড় বুকে ধরিয়া,
আয় আয় হরি তব তানসেনি দরিয়া ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।