ওরে তোরা কি শুনিছ ?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওরে তোরা কি শুনিছ ?
কলমেঃমোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্
তারিখঃ ২৮-১২-২০২৪ ইং
--------------------------------
ওরে তোরা কি শুনিছ অকাল মৃত্যুর গর্জন?
কত তরুণ তরুণী মরিছে মাদক নেশার দহন!

ওরে উদাসী, দিকে দিকে জীবন্ত লাশের কলরোল,
স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয় হতে ছাত্র/ছাত্রীর কল্লোল।
কি এক ভয়ানক মাদক বন্যা- তরঙ্গের বেগ!
শিক্ষার আকাশে ধেয়ে আসছে ঝটিকা মেঘ।

মাদক দ্রব্যের মুর্ছিত বিহ্বলে মরনে মরনে আলিঙ্গন,
আগামীর স্বপ্নগুলো ক্রমে ক্রমে হচ্ছে মেরুদন্ডহীন।
ওরে তরুণ -তরুণী তোর সোনালী বুক চিরে চিরে
ভয়ঙ্কর মাদক নেশায় তুই পুড়ে পুড়ে শ্বশানের তীরে।

ওরে নবীণ, আজই কর শপথ ওই ডাকিছে কান্ডারী!
এসেছে আদেশ,বই খাতা হাতে ফিরে আয় বিদ্যার নীড়ে।
না বল, মাদক নেশাকে না বল, ওরে তরুণ-তরুণী
তোর হাতে তুলে দিলাম মাদকহীন স্বপ্নের ধরনী।

ওরে তোরা কি শুনিছ মাদক নেশায় জীবন হল শেষ!
এতো অভিশাপ নিয়ে আর কত দিন, আর কত সর্বনাশ!
--------------------------------------------------


২৮-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।