প্রথম দিনের সেই তোমারে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রথম দিনের সেই তোমারে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৯-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
সেইদিন আকাশে ছিল সোনালী সূর্যের আশীর্বাদ,
ঝলমলে রোদ্দুর! তবু যেন পিঞ্জরে চমকিত বজ্রনাদ!
কি জানি কি হয় প্রথম দিনের অভ্যর্থনা-
প্রাণের গভীরে অজানা ভয়ের বিপুল উম্মাদনা।

সব মেঘ থেমে গেল যখনই এসেছিলাম বিদ্যালয়ে
প্রথম দিনের প্রথম ক্লাশে স্যার এলেন-আমি নির্ভয়ে
ছালাম দিলাম! স্যারও যেন দিলেন অমৃতের অধিকার,
আমিও খুঁজে পেলাম নব স্বপ্নের অমূল্য উপহার।
শুরু হল শিক্ষা জীবনের পথ চলা অবিরাম-
ওরে সে তো নহে সুখ, সে তো নহে বিশ্রাম।

মালার মতো অবিচল বন্ধনে গড়েছি শ্রদ্ধাবোধের প্রাসাদ,
স্যারদের প্রেম ভালাবসায় কূঁড়েয়েছি নব স্বপ্নের সাধ।
আজো সেই সহপাঠীরা ব্যাকুল জেগে উঠে মন মন্দিরে-
ধ্বনিয়া উঠে তব হৃদকম্পনে প্রথম দিনের সেই তোমারে।


২৯-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।