তুমি কি বুঝবে?
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি কি বুঝবে?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৩০-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
কিছু কথা তোমারে বলিবার চাহি- তুমি কি রাখবে?
আজিকায় শপথ করো হে -আদর্শবান হয়ে চলবে।
তুমি শিক্ষার্থী, তুমি জাতির স্বপ্ন নিত্য ভেবে ভেবে
কঠোর সাধনে জীবনকে সাজাও হে সত্যের প্রভাবে।
এই পৃথিবী তোমার দিকে বাড়িয়েছে হাত- দিনরাত,
ওগো শিক্ষার আলো লুফে নাও জীবন যুদ্ধের সংঘাত!
মান্য করো হে পিতা-মাতা গুরুজন অন্তঃকরনে-
তুমি হাসলে পৃথিবী হাসিবে বিপুল উৎসব প্লাবনে।
জ্ঞানের পুস্প কাননে তোমারে দেখিবার চাহি পুস্পিত,
মদ জুঁয়া নেশায় আপনাকে ধ্বংস করো না মূর্খের মত।
পূর্ণির শুভ্রতায় পৃথিবীকে জানিয়ে দাও হে তরুণ-তরুণী,
তুমি আঁধারের আলোক বর্তিকা!নব স্বপ্নের উজ্জ্বল ধরনী।
পৃথিবীর ইচ্ছে গুলোকে তোমাকে জানালাম-তুমি কি রাখবে?
ওগো প্রেমের হৃদয় খুলে দিলাম, তুমি কি বুঝবে?
---------------------------------------------
৩০-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।