তুমিও এঁকেছিলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমিও এঁকেছিলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৩০-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
পৃথিবীর সব সুন্দরে তোমারে দেখিয়াছি প্রমোদ উল্লাসে,
আপনারে হারিয়েছি ক্ষণে ক্ষণে অবুঝ প্রাণের হরষে!

একি ভালবাসা নাকি হৃদয়ের কোন আবেদন ?
আজো হয়নি তার উত্তর জানা কি ছিল নিবেদন!
শুধু ছুটেছি, পাগলের মত ছুটেছি অধরার পিছু পিছু,
পৃথিবীর সব সুন্দরে কিংবা আলস পর্বতের উঁচু- নীচু।

তুমি ছিলে এক ফুটন্ত গোলাপে এই হৃদয়ের কানন,
আচমকা ঝড় এল, ঝটিকা মেঘের গর্জনে চমকিত মনন।
স্বপ্নের ফুল ঝরে গেল, প্রেমের প্রদীপ নিভে গেল,
থমকে যেতে হল প্রতীজ্ঞার এক নিষ্ঠুর দাবানল।

জানা ছিলনা, তুমিও এঁকেছিলে প্রেমের অদৃশ্য ছবি!
কখনো দেখালে না হৃদয়ে অঙ্কিত সেই সোনালী রবি।
আমি কূড়িয়েছি ব্যদনা, তুমি দিয়ে গেলে প্রেম নিরবে,
হয়তো তরঙ্গ উঠেছিল,হয়তো বুঝিনি তুমিও ছিলে সরবে।
-------------------------------------------------


৩০-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।