ইচ্ছে পূরণ
- শাওন সারথি
ভূতের বাচ্চা ভূতের বাচ্চা
তোমার সাথে আড়ি,
তুমি আমায় নাওনি কেন
তোমাদের ঐ বাড়ি।
তোমার বাড়ি যাব বলেই
শুনেছি ভূতের গল্প,
সেইখানে কত মজা হবে
দেখেছি সেই কল্প!
তোমার বাড়ি যাব বলেই
ঘুমাইনি সারা রাত্রি,
গল্পে গল্পেই বুঁদ হয়েছি
দুঃসাহসিক অভিযাত্রী।
তোমারা নাকি রাত্রি জাগো
দিনের বেলা ঘুমাও?
চকলেট আর চিপস ফেলে
গোবর-হাড্ডি চিবাও!
তোমাদের তো কত্ত মজা
বসতে হয়না পড়তে,
আমার মত সন্ধ্যা রাত্রে
এত্ত টাস্ক করতে!
ইচ্ছে হলেই খেলতে পারো
কিংবা গাছে দুলতে,
হরেক ঢঙের ইচ্ছে তোমার
ইচ্ছে তোমার ভুলতে!
তাইতো তোমার সঙ্গী হবো
ফিরবো তোমার বাড়ি,
খুলবো তোমায় আমায় মিলে
ইচ্ছে রসের হাড়ি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।