দান
- মাহাবুব আলম

#তব ঐশ্বরী কণ্ঠে মীড় ধরিবার আশে
যামিনির কালো দুয়ারে,
রহিতে নারি ভব-মন্ডপে
ভাসিলাম প্রেম জোয়ারে,
ওগো ভাসিলাম প্রেম জোয়ারে......!!!
#বিষ বৃক্ষ বাহুতে ধরিয়া
মরিলাম একি রাহুতে পড়িয়া,
রণঝড় রথে, ভাসিতে ভাসিতে,
পরবাসী তব দুয়ারে ।
#নাহি আনিলাম দক্ষিনা ভারী
নাহি মোর কিছু সাথে,
রসদ লভিতে মুসাফির ভেসে
ফাগুনেরো এই প্রাতে ।
#তপনের রাঙ্গা রাগের ছোঁয়া
করিও আমায় দান,
দিও মোরে সব দিবসের শেষে
রহিতে রজনী প্রাণ ।
#সবকিছু ওগো চেয়েছি তোমার
লালসা ভেবোনা তাহারে,
প্রেম-ফাঁগ মাখা কণ্ঠে আবারো
সাজাবো তানের বাহারে ।
#দুল দুল দোলে দুর গগনে
ধবল সাঁজের তাঁরা,
তুমি রাগিনীর নীলাম্বরি
তুমি সুরের ধরা,
ওগো তুমিই সুরের ধরা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।