আবেগের কৈশোর প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আবেগের কৈশোর প্রেম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০২-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
এই যৌবন যেমন পারে দূর্গম গিরি পর্বত নাচাতে!
ঠিক তেমনি অগ্নি চুল্লিতে শক্তিকে পারে জ্বালাতে।
কৈশোর প্রেম অনুভূতি ঝড় থেকে বজ্রকে কেড়ে নেয়,
হৃদয়কে তছনছ করে যায় কল্পনার অদ্ভুদ ধরায়।
দীপ্ত জীবনকে থমকে দেয় শুরুতেই অশান্ত-অক্লান্ত,
প্রেমিক -প্রেমিকা বুঝে না কি এক সর্ব্নাশানা পান্থ।
কৈশোর প্রেম অন্ধকার পথে ছুটে বিষাক্ত কাঁটাপথে,
এ প্রেম ফাঁসির মঞ্চও রঙিন স্বপ্নবুঁনে মৃত্যুর সাথে।
এখানে শুধুই পরাজয়! শুধুই বিরহ তানের সাধন!
শুধুই ছুটে চলা মুকুটহীন রাজার রাজ্যহীন সিংহাসন।
হে কিশোর, হে কিশোরী, জীবনকে সাজাও আলোকবেগে,
প্রেমের সূর্য্ উঠিবে জেগে ঝড়ের ঝংকারে চাওয়ার আগে।
আবেগের কৈশোর প্রেম বন্দী সে অন্ধকার গন্ডিতে,
আপনারে যোগ্য করে তুল হে দীপ্ত শিখার রশ্মিতে!
-------------------------------------------
০২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।