মুক্তির খবর ছড়িয়ে দাও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মুক্তির খবর ছড়িয়ে দাও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০২-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
পৃথিবীর স্বপ্নগুলোতে তোমার ছবি থাকুক আঁকা!
অসুরেরা দেখুক তোমার হাতেই সভ্যতার রেখা।

তুমি জ্বলে উঠ আলোর মশালে ঘূর্ণি ঝড় হাওয়া,
বুঁক উচিয়ে বলো উন্নত মম শির উত্তাল খেয়া।
বইকে করো তোমার প্রেমের আনন্দ- কুসুম,
শুন্য কানন ফুলে ফুলে ভরিয়ে দাও ধরাধাম।

সত্যকে আকড়ে ধরো, মিথ্যা গুড়িয়ে দাও আঘাতে,
তমি বলো, তুমি আলো, তুমি এসেছো রাঙাতে!
মুক্তির খবর ছড়িয়ে দাও, কুড়িয়ে নেও কোলে,
তোমারে তুমি ধ্বংসের মাঝে দিয়ো নাকো ফেলে।

হে জ্ঞান পিপাষু,তোমারই মাঝে খুঁজি পৃথিবীর মুক্তি!
তুমি এসো হে ফিরে, ব্যাকুল বসন্তে আলোক শক্তি।
তুমি হাসলেই মানব সভ্যতা জিতবে অপার অসীম,
আঁধার পৃথিবী দিবে মুক্তির হাসি-ওগো প্রিয়-প্রিয়তম।
--------------------------------------------


০২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।