লজ্জাহীনতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

লজ্জাহীনতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০২-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
লজ্জাহীনতা আজ যেন পাকড়াও করেছে ধরণী,
নিষিদ্ধ প্রণয়ে মাথিছে স্বপ্নের তরুণ-তরুণী।

স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয় পথ-ঘাট
আজ বড় উত্তপ্ত !দিকে দিকে পশুত্ত্বের হাট।
কথিত প্রেমের নামে বিক্রি হচ্ছে অবাদে গুপ্ত ধন,
অঙ্কুরেই ঝরে হচ্ছে আসন্ন দিনের সোনালী সন্তান।

জাহেলী যুগের উম্মাদনা আবার এসেছে ফিরে,
অসুর রূপে এই মানব সভ্যতার ঘরে ঘরে।
তরুণ -তরুণী মেলিছে ডানা মুক্ত স্বাধীনতার নামে,
যার যেমন ইচ্ছে তেমন সাজিছে ডিজিটাল ফ্রেমে।

মানুষ ভুলেগেছে লজ্জাহীনতা এক ভয়ঙ্কর ব্যাধি,
আলোক জীবনের অন্তিম কান্না নিরবধি-
সভ্যতা মুক্তির হাতিয়ার, ফিরে এসো হে মুক্তি!
ওগো, নব জাগরণে মানব সভ্যতায় করো চুক্তি।
------------------------------------------


০২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।