তারুণ্যের গান
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তারুণ্যের গান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০২-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
ওরে, তারুণ্যের গান ওরা সব শক্তির দল,
ওরা এসেছে মুক্তির রাহে আপনারে করেনি অচল।

ওরা বিপ্লবী, ওরা বিপ্লব, করেনি ব্যর্থতা সঞ্চয়,
বিজয় আনন্দ নিয়ে নাচে ওরা নাচে দুর্বার-নির্ভ্য়!
ভয় নাই, আছে বুক, বিপ্লবে আছে,
কেহ নাই রুখে তারে- শত্রু নাহি বাঁচে!

ওরা শক্তি, ওরা মুক্তি, ওরা দুর্নিবার বেগে,
নব সৃষ্টির উল্লাসে, ওরা ছুটে ওরা হাসে মেঘে।
ওরে দেশদ্রোহী -ওরা উড়ায় বিজয় নিশান
ওরা লাল-সবুজের বিজয় কেতন!
এই মাতৃকার মৃত্যঞ্জয়ী চেতন!

ওরা দেশপ্রেমিক! ওর সম নাই কেহ নিশ্চয় !
ওরা চির মুক্তির গান- উদ্দাম- চঞ্চল -অকতোভয়।
-----------------------------------------


০২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।