ওগো নবীন সেনাপতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওগো নবীন সেনাপতি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০২-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
দিবা নিশি অবিরাম তপস্যার ফলে,
মানুষই হয়েছে সেরা এ ধরণীর তলে।

জগৎ জুড়ে ফুটিয়াছে আজি এ মাধবী,
মানুষই আঁকিয়াছে এ আনন্দের ছবি।
ভালবাসা করিয়াছে সৃষ্টি বক্ষের আঁচলে,
তবে নও কেন তুমি এত সুন্দর নিখিলে?

ওগো মানুষই গাহিয়াছে চির সাম্যের গান,
মানুষই গড়িয়াছে সভ্যতা পৃথিবীর উদ্যান।
তাই অপলক বিশ্ব চাহিয়াছে তোমার পানে
তুমি জাগো হে নব পুস্পে বসন্ত কাননে।

তোমার মুখে চাহি আমি বিশ্ব জয়ের হাসি,
ওগো নবীন সেনাপতি জাগো হে পূর্ণি শশী।
এই আশা গভীর গোপনে রেখেছি- লালনে
তুমি কি হইবে না বিশ্বসেরা কঠোর সাধনে?
----------------------------------------


০২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।