ওহে আগামী
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে আগামী
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০২-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
ওহে আগামী,পিতা-মাতা চেয়ে আছে নির্ঘূম রাত্রি!
ওগো,কবে হবে তুমি সেই আলোক তরীর যাত্রী?
তুমি যতক্ষন তোমারে না ভাসিবে ভালো.
ততক্ষণ তব অলো দূর করিবেনা কালো।
ওগো,বিশ্বের সবচেয়ে দামী- অতুল্য ধন তুমি,
তোমার মুখ পানে চেয়ে চেয়ে স্বপ্ন বুঁনি আমি।
পিতার রক্ত ঝরা ঘামে পালিত লালিত সন্তান,
মায়ের আঁচলে ঘেরা স্বর্গিয় প্রেমের কানন।
,চাষাবাদ করো হে পুস্পের, পড় হে মালাখানি
ওহে আগামী, তুমি যেন হও বিজয়ের মধ্যমণি।
ওগো তুমি নেও বই খাতা কলম যুদ্ধের সমরে,
জ্ঞানের মিছিলে এসো হে এই পৃথিবীর প্রান্তরে।
---------------------------------------------
০২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।