তুই ছাত্র বলিয়া
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুই ছাত্র বলিয়া
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৩-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
তুই ছাত্র বলিয়া তোরে বেশি ভালোবাসি,
অযূত স্বপ্ন বুঁনেছি তোরে ঘিরে পৃথিবীর হাসি।

তোর হাতে বই খাতা কলম বড় ভাল লাগে,
ওরে তোর ব্যর্থতা মর্ম মাঝে বড়ো ব্যথা জাগে।
স্বাধীন মাতৃকার বক্ষ হতে রস-রক্ত নিয়ে,
তোর দেহ প্রাণ গড়িয়াছে পিতা-মাতা হয়ে।

ওরে এ রক্ত ঝরা ঘাম করিস না বৃথা -কুপথে
তোরা যে পৃথিবীর আলো-আঁধার একসাথে।
ওরে,জ্ঞানের মশাল দিয়েছি তোর হাতে
সু-মধুর সুর দিয়ে যা বিজয়ের সংগীতে।

ওরে সাধনাহীন করিস না আনন্দ-আবাস,
সম্মুখে গভীর রাত্রির ভয়ঙ্কর পূর্বাভাস!
তুই ছাত্র বলিয়া তোরে ভালোবাসি বিপুল,
আঁধার সঙ্গে নিয়ে ফেলিস না অশ্রুজল।
---------------------------------------


০৩-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।