, গাও সেই গান,
- মোঃ আমিনুল এহছান মোল্লা

, গাও সেই গান,
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৩-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
তোমারে দিয়েছে জ্ঞান, গাও সেই গান,
সত্যটা করো অন্বেষণ,আলোট করো দান।

তুমি এসেছো মানবতারে রাঙাতে এ ভুবন,
তুমি গাও সেই গান, ধরাজ কণ্ঠে মুক্ত স্বাধীন।
এ পৃথিবী অপলক চেয়ে আছে তব বন্ধনবিহীন,
সেই মুক্তির গান শুনিবে বলে জীবন-মরন!

ওগো, এখন দিকে দিকে বাতিলের যত বোঝা,
সভ্যতাকে করিয়াছে গ্রাস কভূ বাঁকা কভূ সোজা।
প্রাণে প্রাণে পশুত্ত্বের চিত্ত নৃত্য নাচিছে উচ্ছাসি,
হকের এজলাজ করিয়াছে পর দুষ্টেরা দলে আসি।

বিচারক এখন জ্ঞান শুন্য অন্ধ বধির নত শির !
তোমারে দিয়েছে জ্ঞান, গাও সেই গান এ নশ্বর।
------------------------------------------------


০৩-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।