তন্দ্রা ভেঙেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তন্দ্রা ভেঙেছে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৩-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
হে বঙ্গ জননী,অনেক রক্ত দিয়েছে সন্তান তোমার,
অনেক তন্দ্রা ছিল তব তন্দ্রা ভেঙেছে বজ্র কণ্ঠ স্বর।
চেতনা তব আকাশ সম তাই বক্ষ খুলিছে মুক্তির আশা।
গর্জে উঠেছে বিপ্লব!মুক্তির বিপ্লব- বেদমন্ত্রসম ভাষা।
হে বঙ্গ জননী, তুমি ছিলে পরাধীন উত্তাল অশান্ত অম্বর,
তোমার বুক চিরে চিরে রক্ত চুষেছে দেশদ্রোহী দোসর।
অনেক ধর্ষক, অগ্নিসংযোগকারী, লুটেরাজ ছিল আঁচলে
তুমি ছিলে অসহায়,তুমি ছিলে ঘুমন্ত পৃথ্বীরে দীর্ঘ কালে।
কিন্ত তোমার সন্তান তোমারে করেছে মুক্ত স্বাধীন,
তোমারে দিয়েছে লাল-সবুজে অঙ্কিত বিজয় কেতন।
এক ডাকের তরঙ্গবন্ধনে চেতনা বাঁধি অন্তরে আমার,
ওগো,তোমার সন্তানই রক্ত দিয়েছে মুক্তি যুদ্ধের সমর।
সযত্নে বেষ্টিয়া রাখিব তোমারে মুক্তি যুদ্ধের চেতনায়-
তোমারে রাঙাবো লক্ষ শহীদের রঞ্জিত বিজয় পতাকায়।
অনেক তন্দ্রা ছিল তব তন্দ্রা ভেঙেছে বজ্র কণ্ঠ স্বর।
নিয়েছি শপথ নব বিপ্লবে আমি হবো যোদ্ধা অতঃপর।
----------------------------------------------------
০৩-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।