জাগ্রত অতীত
- মাহাবুব আলম

পাশের বাড়ির রাধা
বললো আমায় ডেকে,
আমায় নাকি ভালবাসে
সেই ছোট্ট বেলা থেকে ।

শুনে আমি হতাস ক্ষানিক
সুধাইলাম তারে,
শুনলে সবাই কলঙ্কিনী
ডাকবে নাতো পরে...!

বললো রাধা মৃদূ হেসে
নিয়ে চোখের কোণে জল
তোর চরণে দিব বলি
আমার সোঁনার আচল ।

সেদিন থেকে সুর দরিয়াই
ভাসাই মোদের তরী,
ধরিএীতে শাখ বাজিয়ে
রাঙ্গাই নদের পারি ।

দিনের শেষে আঁধার ভেসে
ডাকে রাতের বান,
আমি-রাধা পাশাপাশি
রয়েছি অম্লান ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।