মানুষ ক্যানো নয়
- রফিকুল ইসলাম রফিক
একটি ফলজ বৃক্ষের কলম এনে পুঁতেছিলাম
আমার ভালবাসার সাধের বাগিচায়
এরপর শুরু হলো পরিচর্যা-সকাল বিকেল
আমার আন্তরিক প্রচেষ্টা কি শেষমেষ বাঁচাবে ওকে!
বড়ই চিন্তিত ছিলাম।
এই বুঝি হয় অবসান, আমার একটি চারার সাধের বাগান!
বিফলে যায়নি চেষ্টা শেষমেষ পাতার কলিরা উঠেছিলো জেগে
কান্ড ও ডালপালাগুলো উঠেছিলো উদ্দিপনায় ফেঁপে
আমার আশার কলিদের সাথে।
পুষ্পপত্রে শুশোভিত সেই ছোট্ট চারাটি আজ
ফুলেফলে পরিপূর্ণ এক প্রকান্ড বৃক্ষ
আমার উঠোনের শোভা, আন্তরিক প্রচেষ্টার বাস্তব ফসল
আমি উপভোগ করি তার মায়াময় ছায়া
ফুল ও ফলের তৃপ্তিময় স্বাদ।
এইভাবে প্রকৃতি আপন হয় মানুষ ক্যানো নয়
হাজার বছরের পরিচর্যা ক্যানো বিফলে যায়?
আপন থাকেনা আপন অন্তরে দূরত্ব বাড়ায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।