এক খণ্ড নরম আলো
- নাহিদ সরদার

চাওয়ার ভেতর পার্থক্য নেই-
একই আলপথ ধরে চলা।

থির সময়ে,
ঠান্ডা পানির নরম স্পর্শে-
তুমি কেঁপে-কেঁপে ওঠো।

আমি উষ্ণ নিঃশ্বাস ছড়াই ছাদে
এতো- এতো ভার কেমন বহো কাঁধে?

এককাপ গরম চা- হাতে তুমি আসো
যেন এক খণ্ড নরম আলো
কুয়াশা দূর করা।


০৪-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।