ওগো,থমকে যায় যদি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওগো,থমকে যায় যদি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৯-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
ওগো,থমকে যায় যদি জীবনের ঘড়ি!
এ পৃথিবী পর করিবে তোমায় বিদ্রোহ করি।
কেবলই ঈমান আমল হবে কবরের প্রহরী,
ওগো,সে খবর কি আছে এ অন্তর জুড়ি?

যদি এসে যায় মৃত্যুর ডাক মাটি ও পাহাড়ে,
প্রেম ভালবাসায় জ্বলিবে আগুন ক্ষণিক নশ্বরে।
তাই দিয়ো নাকো করাঘাত যুদ্ধের দৃঢ় সম্মতি,
মানবতার ডাক দিয়ো প্রেমের ভূলোকে অতি।

ওগো,থমকে যায় যদি জীবনের অগ্রগতি,
সাধ্য আছে কার জ্বালায় পৃথিবীর জ্যোতি!
তুমি এক ক্ষণিক মুসাফির প্রসন্ন নও কভূ,
মৃত্যুর ডাক আসে যদি শুনবে না অবিনম্বর প্রভূ।

কিসের ঐশ্বর্য্য! কিসের খ্যাতি আপনার করি,
সবই পর করিবে মৃত্যুর ডাকে বিদ্রোহ করি।
--------------------------------------


০৯-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০১-২০২৫ ০১:৫৮ মিঃ

অনন্য অনুভূতির প্রকাশ