অনুপ্রেরণায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অনুপ্রেরণায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১২-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
অপার মুগ্ধতায় কবির কবিতার কাছে আমি,
ধূসর পাড়ি দিয়ে ছুটে যাই পূর্ণিমার স্নিগ্ধ ভূমি!
এখানেই শিশিরের কণাগুলো শুভ্রতায় ডেকেছিল
এক ফালি রোদ্দুর সোনালী আভায় সবুজ নিখিল।
অপলক বিষ্ময়ে পড়েছি কবির কবিতা অপলক নয়নে,
এখানেই পেয়েছি আমি সাম্যের গান কবিতার চরনে।
কি এক উথরোল প্রাণে আপনাকে হারিয়েছি সৃজনে,
ভোরের কূয়াশা কেটে প্রদীপ যেন উঠেছে জ্বলে ভুবনে।
বারে বারে কবির কবিতাকে খুঁজি চিত্ত সুখের হরষে!
কবি যেন ধূসরতম পৃথিবী জয়ে জেগে উঠে প্রকাশে।
তার যুদ্ধে সারথী হয়ে আমি মেলেছি অনুপ্রেরণার ডানা,
কবি যেন থমকে না যায় আগামীর পথ চলা আনমনা।
হে স্নেহের আলোকিত কবি! হে জ্ঞানের বিজ্ঞাপন,
তুমি রাওনাট গ্রামের গর্বিত অহংকার কৃতি সন্তান।
তোমার কলম যেন থমকে না যায় কোন অসুর সমরে,
বিধাতা যেন দান করে তোমায় আলোক জ্যোতি নম্বরে।


বিনীত,
ইঞ্জিনিয়র মোঃ সফিকুর রহমান মোল্লা।


১২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।