স্মৃতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্মৃতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৩-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
দেখেছিলাম তুমি ফুটেছিলে পুস্প সূরভী কাননে,
তাই বহু বাসনায় আজো চাই তোমায় চিত্ত মননে।

এখনো সেই স্মৃতিগুলো বড় বেশী উজ্জীবনে পুস্পিত,
ঠিক যেন আকাশের আলোক তনুর মত চির সজ্জিত।
তুমি ছিলে বলেই করে গেছো পুস্পিত পুস্প দান,
সেই মোহে আজো ফিরে আসি স্মৃতির এই উদ্যান।

কখনো ভুলিনি, ভুলতে পারিনি স্কুলের দুরন্ত জীবন,
এখানেই পেয়েছি আমি আলোক জীবনের নব সন্ধান।
এ যেন প্রেমের পরশে জাগা জীবন্ত কোন অনুভূতি,
এ যেন হৃদয়ের স্পন্দনে আঁকা মৃত্যুঞ্জয়ী কোন স্মৃতি!

তুমি ভালবেসেছিলে বলেই তোমারে রেখেছি এ প্রাণ,
তুমি জেগেছিলে বলেই পৃথিবী হেসেছে সূর্যের আয়োজন।
তুমি নও শুধু স্মৃতি নও শুধু কবিতার চরন
তুমি এক অমর বিদ্যাজননী- চিরপ্রেমের অঙ্গন।
------------------------------------------------


১৩-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।