হে মেধাবী
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হে মেধাবী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৩-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
উৎসর্গঃ নিলুফা ইয়াছমিন, প্রাক্তন মেধাবী ছাত্রী, রাওনাট আর্দশ উচ্চ বিদ্যা নিকেতন।
**********************
তোমারে খুঁজেছি কাননে পুস্পের সূরভী সুবাসে,
গেঁথেছি বকুলের মালা বিপুল আনন্দ-হরষে!!
শুনেছি তুমি মেধাবী!অযূত সাধনার মঞ্জুরি দিয়ে
সাজিয়েছো আঁধার পৃথিবী পূর্ণিমার শ্রভ্রতা হয়ে।
তুমি যে বিদ্যার লক্ষী হে মেধাবী- এই বিশ্ব ভুবন,
তাই তোমার পরশে উঠেছে জেগে
জ্ঞানের জননী রাওনাট আদর্শ্ উচ্চ বিদ্যানিকেতন !
ছুটে চল হে! নিখিলের কোলে আলো ঝলমল,
দূর্গ্মগিরি পর্বতে হও হে! রাজ মুকুটে উজ্জ্বল।
তোমার পরশেই হয়েছে ধন্য পৃথিবীর সব কালো,
তুমি ছিলে বলেই রাওনাট স্কুল হয়েছে এত আলো।
হে মেধাবী, আজ মোরা উঠেছি মেতে বিপুল উৎসবে,
তোমার বিজয়ে হয়েছি ধন্য মিলন মেলার (২০২৫ইং) সবে।
----------------------------------------------
১৩-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।