আমিই জেনেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আমিই জেনেছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৪-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*******************
হৃদয় ভূমির মাঝখানে এখনো তুমি জেগে- হে স্মৃতি!
মাঠের সবুজ চাঁদর হতে দিয়েছো ধূলো বালির প্রীতি।
তুমি কভূ জীর্ণ্ শীর্ণ্ করনি রোদ বৃষ্টির শাসনে
এখানেই রচিছো প্রেমের মহাকাব্য বিপুল শিরহণে।
এখানেই তোমাকে চিনেছি, তোমাকে জেনেছি মননে,
এখানেই বুঁনেছি গোলাপের বীজ হৃদয়ের কাননে,
হয়তো পুস্প ফুটেনি, হয়তো ফুটেছে দূর কোন গগণে।
তবুও তুমি ছিলে কল্পনার তুলিতে আঁকা হৃদ কম্পণে,
সে শুধূ আমিই জেনেছি এই তপ্ত মরুর মাঝখানে
তুমি কতটা হিমেল পরশ আমার এই শুন্য জীবনে।
তুমি দূরে, অনেক দূরে তবু যেন জেগে উঠে সেই ছবি,
যার কোলে বুকে পীঠে কূড়িয়েছি নূড়ি- সোনালী রবি।
--------------------------------------------
১৪-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।