তেপ্পান্ন বছর পরে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তেপ্পান্ন বছর পরে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৫-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*******************
তেপ্পান্ন বছর পরে আবার এসেছি ফিরে -এ প্রাঙ্গণ,
যা দেখেনি আগে আজ যেন দেখেছি চির উজ্জীবন!
খুব অপূর্ব্ লাগছে তোমায় ,হে অনুপমা বিদ্যা জননী!
ওগো সন্তানেরা আবার এসেছে ফিরে স্মৃতির কলনী!
এক মহা মিলনের বিপুল আয়োজনে-
বিঁনিসূতার মালার মত পুস্পিত পুস্পের বন্ধনে।
ওগো, নব ঊষার আলোকে তোমাকে দেখেছি আজ,
গগণও ঢেলে দিচ্ছে ঠোট থেকে লাল চুম্বনের ত্যাজ!
রাত্রির পূর্ণিমাও যেন জেগেছে নব প্রেমের উদ্দীপনে,
সেই কাঁশ ফুলেরাও মেলেছে ডানা শুভ্রতার আলিঙ্গনে।
হে বিদ্যা জননী, তুমি কি দেখেছো সন্তানের অপরূপা সাজ?
তোমার প্রেমে তেপ্পান্ন বছর পরে আবার এসেছি ফিরে আজ!
-----------------------------------------------------
১৫-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।