রোবটের দম্ভ
- ফয়জুল মহী

খুব বেশী প্রেম ভালোবাসা থাকা কী প্রয়োজন
না মোটেও না
তবে যেটুকু থাকুক সবটা যেনো সত্য হয়
বিশ্বাস আর সততার জায়গা হয়।

অল্প একটুকু ভালোবাসা থাকুক
তবে তা যেনো চিরস্থায়ী হয় চিরঅম্লান হয়
হুট করে এসে বেশী বেশী ভালোবেসে
আবার হুট করে চলে যাওয়া সমুচিন নয় ।

আসুক ধীরে কিংবা দেরিতে
তবে জড়িয়ে যাকুক জীবনে হতে জীবনে
জেসমিন কিংবা বেলী ফুল হয়ে এসে
শুভ্রতায় শুভ্র হোক জীবন কানন
হাসহেনার মত গন্ধ হয়ে ছড়িয়ে পড়ুক দিক দিগন্তে ।
আজকাল রোবটসম ভালোবাসা পালাই না বলে দম্ভ করে অবশেষে ছুড়ে ফেলে পালিয়েই যায়।


১৫-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০১-২০২৫ ০৬:৫২ মিঃ

সুন্দর

ফয়জুল মহী
২২-০৪-২০২৫ ০৫:৩৮ মিঃ

ভালোবাসা আপনার জন্য বিনীত ধন্যবাদ