পঞ্চাশ বছরে দাঁড়িয়ে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পঞ্চাশ বছরে দাঁড়িয়ে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৫-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*******************
পঞ্চাশ বছরে দাঁড়িয়ে আবার উঠিল বেজে বাজনা!
চিত্ত উঠিছে নৃত্য নাচিয়া বিস্তৃত হয়েছে আপনা।
ওগো, আজ দিকে দিকে সবুজ চত্তরে মহা আনন্দ,
হে পৃথিবী তুমি দেখে যাও নব সংগীতে নব ছন্দ।
রাওনাট আদর্শ্ উচ্চ বিদ্যা নিকেতন যেন পূর্ণচন্দ্র
এখনো তরুণ কিরণ রশ্মি- সদা হাস্য- সদা অগ্র!
আজ হতে পঞ্চাশ বছর আগে তুমি জন্মেছিলে এ গ্রাম,
তুমি জেগেছিলে আলোর মশালে চির উচ্ছলে ধরাধাম।
সেই হতে আজোবদি নির্মল নীল গগনে,
চন্দ্র –সূর্যের আলোকে জেগে আছো চির স্বরণে।
পঞ্চাশ বছরে দাঁড়িয়ে এখনো দেখি তোমাকে মহাতরঙ্গে,
তুমি সেই আগের মতই আছো দীপ্ত যৌবনা হরষরঙ্গে।
ওগো, এই তোমাকে ভুলি কি করে?
তোমার আলোয় আমি যে পথ চিনেছি উচ্ছাসভরে।
--------------------------------------------
১৫-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।