সাম্যের ডাক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সাম্যের ডাক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৬-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*******************
তোমার আলো পরশিয়া আজ এসেছি এত দূরে,
ধন্য ওগো ধন্য মোরা মহা মিলনের সুরে।
আজ এসেছি শুভ্র হাস্যে বিদ্যা জননীর বুকে,
আনন্দ বন্যার অশ্রুজলে সুখসম্ভার সুখে-
কোথায় তল, কোথায় কূল কে বুঝিতে পারে ?
আদি অন্তে সাম্যের ডাক দিয়েছো তুমি ভাইরে,
------------------------------------------
১৬-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।