আমি চাই দেখি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমি চাই দেখি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৬-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*******************
হে নবীণ, তুমি যতক্ষণ শিক্ষারে বেসেছো ভালো,
ততক্ষণ এই ধরনীর সব কালো তব আলো!

খুঁজে খুঁজে বই হতে কূড়ে নাও জ্ঞানের সব ধন,
যতক্ষণ বেঁচে আছে তোমার শ্বাস নিখিল গগণ।
হাতে নাও দীপ আলো মুক্তির গান গেয়ে গেয়ে,
এই পৃথিবীর অন্ধার তোমার পথ চেয়ে চেয়ে-

আজো তোমাকে খুঁজে ফিরে এ বিদ্যা জননী,
ফিরে এসো হে নবীণ! পড় হে বিজয়ের মালাখানি।
আমি চাই দেখি তোমারে মুগ্ধচক্ষে হেসে
বুকে জড়িয়ে নেই প্রেম ভালবাসার হরষে।

হাতে দিয়েছি তোমারে বই খাতা কলম আপন হৃদয়ে,
এইটুকু প্রেমের মূল্য দিয়ো জ্ঞান পিপাষুর সারথী হয়ে।
------------------------------------------------


১৬-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।