আজকের এই মিলন মেলা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আজকের এই মিলন মেলা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৬-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
আজকে প্রাণের ভাঙিল ঘুম উঠিল কলস্বর,
মিলন মেলায় জাগিল পাখি কুসুমে মধুকর।

জাগিল নবীণ, জাগিল প্রবীণ জাগিল তরুণী দল,
দিশারী ওই গগণ আলোয় জাগিল ভুবন তল।
উঠিল জাগি রাওনাট গ্রামের বিদ্যা নিকেতন,
ওগো,একাত্তরে জন্মে সে যে আলোয় মহিয়ান!!

আজকে সবে আজকে তোরা সাম্যের দীপ জ্বালা,
আয়’রে তোরা ফুল কাননে পড়াই ফুলের মালা।
স্তম্ভিত বিশ্ব !চকিত চোখে দেখিল রাও্নাট গ্রাম,
দিকে দিকে বিদ্যালক্ষী জ্বলিছে হরদম!

ভুলিয়া যাওয়া স্মৃতিগুলো স্বরণ করে দিল,
আজকের এই মিলন মেলা পুলক শিহরিল।
--------------------------------------------


১৬-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।