সহপাঠী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সহপাঠী
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৬-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
ভিন আত্মা তবু একই কণ্ঠে দিয়েছিলে সুর,
ওগো গেয়েছিলে বন্ধুত্ত্বের গান প্রীতি-সুমধুর।

কত দূরে তবু ছন্দোগাথা হৃদয় হতে হৃদয়ের স্পন্দনে
ওগো,তুমি সে প্রাণের শিহরণে কুসুমে চন্দনে।
প্রেম ভালবাসার বন্ধনে আজো অটুট ছন্দ তানে,
তুমি সেই পুষ্পিত গোলাপ বিদ্যা জননীর কাননে।

অজো ফিরে আসি, আজো ফিরে তাকাই প্রান্তরে,
কি অমৃত বন্ধনে স্বপ্নের ফ্রেমে রেখেছিলে আমারে।
হে সহপাঠী,এখনো সেই আগের মতই মনে হয়
কাছে এসে,পাশে বসো কিছু বলো প্রমোদসিন্ধময়।

ওগো তোমারে রচেছি আমি হৃদয়ের প্রতিটি কম্পনে,
হে সহপাঠী,এখনো ভেসে উঠে সেই স্মৃতি পৃথিবীর অঙ্গনে।
--------------------------------------------------


১৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।