হে স্কুলের মাঠ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হে স্কুলের মাঠ
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৬-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
হে স্কুলের মাঠ,তুমি দিবা নিশি হরষে বুক খুলে,
সবুজ শ্যামল তরুলায় ডাকিছো ডানা মেলে।
অসাম্প্রদায়িক চেতনায় গেয়ে যাও মৈত্রীর গান,
কত যে এসেছি দলে দলে শরীর চর্চায় প্রতিদিন।
সে তুমি এখনো অপলক চেয়ে কি যেন বল!
এ ভাষা বড় ঝড় তুলে! শিহরিত করে চঞ্চল।
ওগো,তোমার বুকে হতে ফুটেছে কত যে পুস্পদল,
সে সৌরভ সুবাস এখানো উজ্জীবন, এখনো বিপুল বল।
সেই খেলার সাথী আজ কোথায়? কোথায় রাগ-অনুরাগ!
ওগো,সব শুন্যতা যেন পূর্ণতা পায় - এখানেই শতভাগ।
এ যৌবন যেন শেষ না হয় কোন কালে কোনদিন,
হে স্কুলের মাঠ, তুমি যে এক চির সাম্যের উদ্যান।
ওগো,তুমি যেন ধূসর না হও বিপুল চঞ্চলতা খসি,
ধর্ম বর্ণ নির্বিশেষে প্রেমের পতাকা উড়াও উল্লাসি।
------------------------------------------------
১৮-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।