স্রোতস্বিনীর শীর্ণ কায়া
- অরুণ কারফা
স্রোতস্বিনীর শীর্ণ কায়া
দেখত শুধু ঊর্ণা ছায়া
পরছে কেমন গায়ে
শ্রাবণের আগমনে ভায়া
কাদম্বিনীর বাড়তে মায়া
পড়ল লুটিয়ে ভূয়ে ।
আশায় আশায় ঘন কুয়াশায়
ঢেকে দিয়েছিল যে সব পাতায়
তাদের দীর্ঘশ্বাসে
গর্জে উঠল চাপা অভিমান
পরার্থে শুরু হল অভিযান
কল্যাণের উল্লাসে।
এমন হবে জেনেই মনে হয়
সাগর ছিল তার অপেক্ষায়
টানবে তারে ক্রোড়ে
নদী জীবন বেশিক্ষণ নয়
ঝর্ণার থেকে মোহানায় বয়
এরই মাঝে তারে,
কর্ম সব শেষ করতে হয়
জন্ম যাতে নিষ্ফল না হয়
নিজ স্বার্থ তরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।