ঘোলাটে মায়া
- রবিউল ইসলাম রাতুল

হয়তো সবার মাঝে থেকে
সে আমায় আশ্বাস দিয়ে বলবে,
" এতো চিন্তা কিসের?
শক্ত থাকো নির্বিঘ্নে, অটুট থাকো নিজ কর্মে,
তুমি তো আছো আমার একান্ত ধ্যানে! "

আমি ভুলোমনে রাস্তা পারে,
হঠাৎ দেখা তোমার চাহনির
নিরালশ উৎফুল্লে নিবিড় মহীমা
আমি তো তোমার তরে আবেগের গ্রহের চন্দ্রীমা।

এক ঝাঁক অতিথি পাখির ডানায় এসে
মৌসুমের শেষে খোঁজ নিও আমার
আমি কেমন যেন তোমার করুণার যাতনায়,
খুঁজে ফিরে চলি নিজেকে তোমার কামনায়।

পূর্ণিমার রাতের বিদ্যুৎহীন শহরে
তোমায় পাশে নিয়ে হেঁটে যেন মনে হবে,
এক চাঁদের রূপালি রওনকের আবির্ভাবে,
প্রকৃষ্ট উজ্জ্বল হয়ে প্রভাবিত করে আরেক চাঁদের মাধুর্যে।

পথ?ভালোবাসার পথ?নাকি ক্লান্তির পথ?
যে জন পাবে প্রাপ্য যত্ন - প্রাপ্য সম্মান,
ভালোবাসার পথ তাকে আনিয়ে দিবে অমৃত সুঘ্রাণ,
তবে প্রতারণার যুগের ভীর ঠেলে নিও আমায়
ভরসা দিও আমায়,এটা যেন না হয় ক্লান্তির পথে ভ্রমণ।

রেল গাড়ির হর্ণের আকস্মিক শব্দে
এক ঝলক চেয়ে দেখবো রেলগাড়ির দিকে,
তুমি বসে থাকবে রেলগাড়ির ভিতরে
আর হয়তো আমি কামুক চোখে বুঝবো
তুমি দেখে নিয়েছো আমায় সময়ের ফাঁকে ফাঁকে।

তবে এ যেন এক বিরাট স্বপ্ন আমার
প্রভাত বেলায় ঘুমের থেকে সজীবতার পর,
দেখবো সব কিছু ছিল ঘোলাটে মায়া
বাস্তবতা যে অন্য কথা বলে,কেননা
স্বপ্ন আর বাস্তবতা একে অন্যের ভিন্নতর।


২২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।