কাঠ-খড়ি শেষ
- রফিকুল ইসলাম রফিক
শান্তি না হোক অশান্তির হাত থেকে মুক্তির আশায়
কক্ষনো করিনি প্রকাশ আমার ক্ষমতা কত
বলিনি, বলতে পারিনি আমি কত অসহায়
দেখাতে পারিনি আমার প্রতিক্ষণ ঘটে যাওয়া কত অঘটন
তিল তিল হৃদয়ের রক্ত ক্ষরণ।
এইভাবে হয়েছে আমার নিরব গোপন নিঃশেষ
তুই কি দেখেছিস তা কক্ষনো বুঝেছিস?
আমার গোপন ব্যথা কতটা প্রকট
আমি বলিনি, বলতে পারিনি।
কেবল দিয়েছি যোগান তোর চাহিদার জ্বলন্ত উনুনের
অনন্ত ক্ষুধার রসদ
শান্তি না হোক অশান্তির হাত থেকে মুক্তির আশায়
পায়নি
পাবার আশাও আজ দিয়েছি ছেড়ে
কারণ আমার আমিতে আজ নেই অবশেষ
জীবনের কাঠ-খড়ি সবকিছু শেষ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।