তর্ক
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
যদি মূর্খের সাথে তর্কে কভু জিতে যাও বারবার।
মনে রেখো এ জয় গর্বের নয় শুধুই লাঞ্ছনার।
যদি জ্ঞানীর সাথে কথার কথায় হেরে যাও তুমি কভু,
হারোনি তুমি শিখেছো অনেক গর্ব করো তবু।
২৮-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।