মানুষ কাঁদে না
- রফিকুল ইসলাম রফিক
নিরব কান্নার সুর ভাসমান বাতাসে
জাতীয় আকাশে ভাসে কালো কালো মেঘ
অন্তরে অন্তর জ্বালা
আফিমের দখলে দেহ মাদকের কবজায়
চালক ঘুমিয়ে আছে গাড়ি তাই রোবটে চালায়
বিবেকের সর্পরা তেজহীন বিঁষহীন ধোড়া।
নীতিরাজ শায়িত আজ জীবন্ত কবরে
লাশের মিছিল তাই মিছিলে বিনাস
নিরব কান্নারা হয়ে যায় নিরবে নিরব।
শোকে আজ মুহ্যমান আকাশ-বাতাস
তরুলতা, গাছপালা, আরো পশুপাখি
নিরবেই কেঁদে যায় অন্তর জ্বালায়
মানুষের বেদনায় মানুষ কাঁদে না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।