মেজর জিয়া বলছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মেজর জিয়া বলছি,
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৬-০৩-২০১৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
হে বীর বাঙালি,দিকে দিকে শুরু হল যুদ্ধের লগ্ন,
আমি মেজর জিয়া বলছি এসো হে এসো হে মগ্ন।

শুন হে, এক বজ্র কন্ঠের পক্ষে আমি বলতে এসেছি-
জাগ হে -বীর বাঙালি জাগ হে- যে সমর রচেছি।
হে যোদ্ধা আজকে শুরু হল যুদ্ধের দিন গোনা,
সম্মুখে তুমুল যুদ্ধ!তবু বিজয়ের বিপুল সম্ভাবনা।

এ এক মুক্তিযুদ্ধ! এ এক মুক্তিযোদ্ধাদের উম্মাদনা,
কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া বলছি
এক বজ্র কণ্ঠের পক্ষে আমি শুনাতে এসেছি—
আজই শুরু হল স্বপ্ন বিজয়ের দিন গোনা।

এবারের যুদ্ধ-মুক্তির যুদ্ধ- বিজয়ের ঐক্যতান।
এসো হে ,বীর বাঙালি এসো হে ,সংঘবদ্ধ এসো হে
এক স্বাধীন পতাকার জন্য এসো হে-যুদ্ধের উদ্যান।
আমি মেজর জিয়া বলছি এসো হে দৃঢ় চিত্ত প্রাণ।
এক মুক্তির সংগ্রামে তোমারে রক্তিম অভিবাদন,
-------------------------------------------------


০১-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-০২-২০২৫ ০১:৪১ মিঃ

খুব সুন্দর লিখেছেন কবি ভাই